ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আইন ও আদালত

এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এনসিটিবির সামনে হামলার ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার ‍দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া দুজন হলেন- আরিফ আল খবির ও মো. আব্বাস।

এদিন সন্দেহভাজন হিসেবে তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আরমান হোসেন তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নাঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পাঠ্য বইয়ে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের আদিবাসী উল্লেখ করে একটি গ্রাফিতি সংযোজনের প্রতিবাদে বুধবার (১৫ জানুয়ারি) সকালে মতিঝিল মেট্রোরেল স্টেশনের পার্শস্থ এনসিটিবি ভবনের স্টুডেন্টস ফর সভারেন্টি এর ব্যানারে সামনে অবস্থান নেয়। আনুমানিক ১২০ থেকে ১৫০ জন মানুষ  নিয়ে এনসিটিবি ভবনের সামনে হাজির হয় এবং তাদের বিক্ষোভ সভা শেষ করে সেখানেই  অবস্থান করে।

অপরদিকে গ্রাফিতি বহাল রাখার দাবি নিয়ে দৈনিক বাংলা মোড় থেকে দুপুর প্রায় ১টার সময় ক্ষুদ্র-নৃগোষ্ঠী ছাত্র-জনতার আনুমানিক ১৩০ থেকে ১৬০ জনের একটি মিছিল এনসিটিবি ভবনের দিকে অগ্রসর হতে থাকে। এ সময় স্টুডেন্টস ফর সভারেন্টির কিছু উশৃঙ্খল ব্যক্তি অতর্কিতভাবে ত্রাস সৃষ্টি করে হাতে থাকা জাতীয় পতাকা সম্বলিত স্টাম্প দ্বারা পাহাড়ি ছাত্র-জনতার ওপর হামলা করে। হামলায় আহত ৮ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাতে এই দুজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।