ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আইন ও আদালত

বিস্ফোরণ মামলা: গোবিন্দগঞ্জে শিক্ষকসহ ২ জনের জামিন নামঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
বিস্ফোরণ মামলা: গোবিন্দগঞ্জে শিক্ষকসহ ২ জনের জামিন নামঞ্জুর মোস্তফা কামাল সুমন ও রায়হান ফরহাদ লিখন

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সশস্ত্র হামলার ঘটনায় দায়ের করা মামলায় স্কুলশিক্ষক মোস্তফা কামাল সুমনসহ দুজনের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হোসেন জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

পরে বিকেলে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

কারাবন্দিরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল সুমন (৪৩)। তিনি পৌর শহরের বুজরুক বোয়ালিয়া এলাকার (প্রধানপাড়ার) সোলায়মান আলীর ছেলে।  

অপরজন উপজেলার নাকাই ইউনিয়নের পোগইল এলাকার ওয়াহেদুন্নবী সরকারের ছেলে রায়হান ফরহাদ লিখন (৩৫)।

এদিন সকাল ১০টায় তারা আদালতে সশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন।

সন্ধ্যায় গাইবান্ধার কোর্ট পরিদর্শক (সিএসআই) আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেন।

২০১৪ সালে ০৭ এপ্রিল উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন্নবী প্রধানের ছেলে তানভীর প্রধানের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তানভীরকে রক্ষায় রুহুল আমিন নামে এক ব্যক্তি এগিয়ে এলে তাকেও মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয়। এ ঘটনার ১০ বছর পর গত বছরের ১৪ নভেম্বর গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন তানভীর। এতে ওই দুজন ছাড়াও ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও সাত-আটজনকে আসামি করা হয়।

ওই মামলা সুমন ও লিখন আদালতে জামিনের আবেদন করলে বিচারক তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর আসামিরা পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।