ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

অনুমোদনহীন স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, জানুয়ারি ২৩, ২০২৫
অনুমোদনহীন স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ঢাকা: সড়কে নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সদস্যদের অননুমোদিত স্লিপার বাস চলাচলের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।

রিটে সড়কে নিরাপত্তা নিশ্চিতে অননুমোদিত স্লিপার বাস চলাচলের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

রিটের পর তিনি জানান, সারা দেশে চলাচল করা স্লিপার বাসের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছি। এগুলোর বেশিরভাগই অশোক লেলান্ড বাসের ওপর মডিফাই করে স্লিপার বাস করা হয়েছে। এ বাসগুলো চলাচলের কোনো অনুমতি বিআরটিএ দেয়নি। একতলা বাসের অনুমতি নিয়ে অবৈধভাবে বাসগুলোকে দোতলায় রূপান্তরিত করে এগুলো স্লিপার বাস করা হয়েছে। সড়ক পরিবহন আইন বা বিধিমালা এটাকে সাপোর্ট করে না।

‘নিবন্ধন নিয়ে রাস্তায় স্লিপার-দোতলা বাস, বিআরটিএ বলছে ‘অবৈধ’, ‘অনুমতি ছাড়াই চলছে স্লিপার বাস, চেসিস বিক্রির আগে ম্যানেজ হয় নম্বরপ্লেট!’ এবং ‘অনুমোদন ছাড়া চলছে তিন শতাধিক স্লিপার বাস’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়েছে রিটে।

বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।