ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

আইন ও আদালত

কারাগারে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান, রিমান্ড শুনানি বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
কারাগারে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান, রিমান্ড শুনানি বৃহস্পতিবার গোলাম মোহাম্মদ আলমগীর

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তার রিমান্ড আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জাকির হোসেন গালিব শুনানির এ দিন ধার্য করেন।

এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দর থেকে দুদক পরিচালক আব্দুল মাজেদের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।  

আজ দুপুর সোয়া ২টায় তাকে দুদকের প্রধান কার্যালয়ে আনা হয়। পরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।  

আসামিপক্ষের আইনজীবীর কাছে মামলার কাগজপত্র না থাকায় শুনানি পেছাতে আবেদন করেন তারা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের নামে মামলা দায়ের করে দুদক।  

মামলার এজাহারে বলা হয়, আলমগীরের নামে এবং পারিবারিক ব্যয়সহ ৮১ কোটি ৩৯ লাখ ৫৭ হাজার ৯৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য রয়েছে। বিপরীতে তার গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ৫৩ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৬৭ টাকা। সেই হিসাবে আয়ের সঙ্গে সঙ্গতিহীন প্রায় ২৭ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৯০৮ টাকার সম্পদ অর্জন করেছেন তিনি।

এর আগে গোলাম মোহাম্মদ আলমগীরের নামে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিদেশে টাকা পাচারের একটি অভিযোগ ২০২৩ সালে অনুসন্ধান শুরু করে দুদক।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।