ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

আইন ও আদালত

জুলাই অভ্যুত্থান: আসামি গ্রেপ্তার নিয়ে পুলিশ আদেশের বৈধতা চ্যালেঞ্জ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
জুলাই অভ্যুত্থান: আসামি গ্রেপ্তার নিয়ে পুলিশ আদেশের বৈধতা চ্যালেঞ্জ হাইকোর্ট।

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় ‘অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হবে’ শীর্ষক ঢাকা মহানগর পুলিশের অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এ রিট করেছেন বলে রোববার (২০ এপ্রিল) জানিয়েছেন আইনজীবী মাহবুবুর রহমান খান।

 

ঢাকা মহানগর পুলিশের হেডকোয়ার্টার্স থেকে গত ৯ এপ্রিল ‘অফিস আদেশ’ জারি করেন যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

‘বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজুকৃত মামলায় আসামি গ্রেপ্তার প্রসঙ্গে’ শীর্ষক আদেশে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজুকৃত মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহার নামীয় আসামির সংখ্যা অধিক। এসব মামলার এজাহার নামীয় কিংবা তদন্তে পাওয়া আসামি গ্রেপ্তারের নিমিত্তে উপযুক্ত প্রমাণসহ (ভিকটিম/বাদী/প্রতক্ষ‍্যদর্শী সাক্ষী, ঘটনা সংশ্লিষ্ট ভিডিও/অডিও/স্থির চিত্র ও সিডিআর ইত্যাদি) অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হবে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৫
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।