ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফ্যাসিস্ট বিচারপতিদের সরে যেতে বলল বিএনপিপন্থি সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
অন্যথায় এসব বিচারপতিদের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন।
সোমবার (২১ এপ্রিল) আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিট আয়োজিত ‘ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবিতে আইনজীবী সমাবেশ’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন বলেন, আমরা ভেবেছিলাম হাইকোর্টে যারা আমাদের নেত্রী খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছিলেন, তাকে দীর্ঘদিন আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন। আপনারা এখনও কীভাবে বসে আছেন? আমরা তো চিন্তা করেছিলাম ফ্যাসিস্টের দোসররা যেভাবে পালিয়েছে সেই সঙ্গে আপনারাও চলে যাবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা এখনও যাননি। আপনাদের জন্য আজ আবার রাস্তায় দাঁড়াতে হয়েছে।
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, এখনও সময় আছে, আইনজীবীরা জাগলে কী হয়। ফ্যাসিস্টের পতন হয়, দেশের মানুষ জেগে ওঠে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিজেরা নিজেদের থেকে কেটে পড়ুন। অন্যথায় আইনজীবীরা যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আপনারা আপনাদের অস্তিত্ব নিয়ে যেতে পারবেন না। তাই আপনাদের স্বার্থে বলছি, বিচার বিভাগকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সম্মান করে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনে করে, যদি বিচার বিভাগ সুষ্ঠু চলে তাহলে দেশের গণতন্ত্র সুষ্ঠুভাবে চলবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার দাবি করে জয়নুল আবেদীন বলেন, খায়রুল হকের বিচার এখনো কেন করছেন না? তার সঙ্গে আপনাদের এমন কী ব্যবস্থা হয়েছে আমরা বুঝতে পারি না। তাহলে আপনারাও খায়রুল হক যে পথে হেঁটেছেন সে পথে হাঁটতে চান? তাহলে জনগণ আপনাদেরও বিচার করবে।
জাতীয়তবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি এম বদরুদ্দোজা বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী তৌহিদুল ইসলামের সঞ্চালনায় আইনজীবী সমাবেশে প্রধান বক্তা ছিলেন ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আরও বক্তব্য দেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
ইএস/আরবি