ঢাকা: রাজধানীর বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৩ এপ্রিল গাইবান্ধা থেকে মেহেরাজকে গ্রেপ্তার করা হয়।
তার আগে বিভিন্ন সময় গ্রেপ্তার হন আল কামাল শেখ, আলভী হোসান জুনায়েদ, আল আমিন সানি, মো. হৃদয় মিয়াজী ও মো. মাহাথির হাসান।
এদের মধ্যে গত ২১ এপ্রিল আল কামাল শেখ, আলভী হোসান জুনায়েদ ও আল আমিন সানিকে সাতদিনের রিমান্ডে পাঠান আদালত। ২৩ এপ্রিল আসামি কামাল শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা কমিটির যুগ্ম সদস্য সচিব মো. হৃদয় মিয়াজীরও সাতদিনের রিমান্ড মঞ্জুর হয়।
২৪ এপ্রিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহাথির হাসানও।
গত ১৯ এপ্রিল বিকেলে বনানীর প্রাইম এশিয়া ইউনির্ভাসিটির ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৪) খুন হন। টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে বুকে ছুরি মেরে হত্যা করা হয়েছে পারভেজকে।
এ ঘটনায় ২০ এপ্রিল পারভেজেরে চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
কেআই/এইচএ/