ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

জ্যেষ্ঠ আইনজীবী ফারুকীর মৃত্যু, সুপ্রিম কোর্টে আধাবেলা বিচার কাজ বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৭, মে ৪, ২০২৫
জ্যেষ্ঠ আইনজীবী ফারুকীর মৃত্যু, সুপ্রিম কোর্টে আধাবেলা বিচার কাজ বন্ধ ইমতিয়াজুর রহমান ফারুকী

ঢাকা: সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ইমতিয়াজুর রহমান ফারুকীর (এম আই ফারুকী) প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে আধাবেলা বিচার কাজ বন্ধ থাকবে।

রোববার (৪ মে) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এম আই ফারুকী শনিবার (৩ মে) রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মরহুমের নামাজের জানাজা দুপুর ১টা ৪৫ মিনিটে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য রোববার আপিল বিভাগের বিচারিক কার্যক্রম ১১টা এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সোয়া একটা পর্যন্ত চলবে। এরপর বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

ইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।