ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

ডিএমপির প্রসিকিউশন বিভাগের দুর্নীতি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৮, মে ৪, ২০২৫
ডিএমপির প্রসিকিউশন বিভাগের দুর্নীতি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ফাইল ফটো

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রসিকিউশন কার্যালয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।  

বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ নির্দেশ দেন।

রোববার (৪ মে) আদালত সূত্রে জানা গেছে, এক আদেশে মহানগর দায়রা জজ এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন। কমিটির সদস্যরা হলেন—ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ মো. হুমায়ুন কবির, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান ও সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রাশেদ হোসেন পরাগ।

ওই কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

গত ২৯ এপ্রিল একটি দৈনিক পত্রিকায় ‘পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ঘুষের গোপন মিশন’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদে ডিসি প্রসিকিউশন কার্যালয়ের বিভিন্ন দুর্নীতির তথ্য প্রকাশ করা হয়। ওই সংবাদ প্রকাশের পর স্বপ্রণোদিত হয়ে আদালত এ আদেশ দেন।

আদালত আদেশে বলেন, গত ২৯ এপ্রিল একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, জি. আর শাখার নথি আটকে বিচার প্রার্থীদের কাছ থেকে গোপনে টাকা আদায় ছাড়াও হাজতখানায় বন্দীদের সাক্ষাৎ ও খাবারের সুযোগ দেওয়ার বিনিময়ে কিছু কর্মকর্তা অর্থ নিয়েছেন। এ ছাড়া বদলি, পদায়নের ক্ষেত্রেও ঘুষ আদান-প্রদানের অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনা করে তা প্রতিকারের বিষয়ে উদ্যোগ নেওয়া আবশ্যক।

আদেশে আরও বলা হয়, বর্ণিত অভিযোগগুলো তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কর্মকর্তাদের সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হলো।

কেআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।