ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

এস আলমের নাতিসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, মে ৫, ২০২৫
এস আলমের নাতিসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

ঢাকা: দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান থাকায় এস আলম গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের (এস আলম) নাতি আরিফ আহমেদ সনিসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।  

দুদকের পৃথক চার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৫ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ নিষেধাজ্ঞার আদেশ দেন।

 

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন— জাফর আহমদ, রিয়াদ আহসান, পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক মঞ্জুর আহসান ও তার স্ত্রী নার্গিস খানম, জিল ওয়ারস লিমিটেডের চেয়ারম্যান জহির উদ্দিন তারেক, ব্যবস্থাপনা পরিচালক জসিম মো. আল আমিন, ওরিয়ন গ্রুপ সংশ্লিষ্ট মেহেদী হাসান।

আরিফ সনির নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, আরিফ আহমেদ সনির বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।  

গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায়, আরিফ আহমেদ সনি, রিয়াদ আহসান, জাফর আহমদের নামে দেশের বিভিন্ন স্থানে (চট্টগ্রাম, ঢাকা এলাকা ছাড়াও অন্যান্য এলাকায়) এবং দেশের বাইরে- মালয়েশিয়া ও তুরস্কসহ অন্যান্য দেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।  

অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়।  
একইভাবে অন্যদের আবেদনেও দুর্নীতি বিষয়ে অনুসন্ধান চলমান জানিয়ে আদালতে নিষেধাজ্ঞার আবেদন করা হয়।  তাই এসব ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।  

শুনানি শেষে বিচারক তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।

কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।