ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

আইন ও আদালত

সাবেক প্রতিমন্ত্রী চুমকির স্বামীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, মে ২৫, ২০২৫
সাবেক প্রতিমন্ত্রী চুমকির স্বামীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

ঢাকা: বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড লুব্রিকেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির স্বামী মুহাম্মদ মাসুদুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে মাসুদুর রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের আদেশ দেওয়া হয়েছে।

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৫ মে) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক আল-আমিন তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের অনুমতি চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, মুহাম্মদ মাসুদুর রহমানের নামে অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার স্ত্রী মেহের আফরোজ চুমকি সরকারের দায়িত্বশীল পদে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে জ্ঞাতআয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ দুই কোটি ৩১ লাখ ৬৬ হাজার ৮৫২ টাকার সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদ ভোগ দখলে রাখা এবং তা অর্জনে সহায়তা করার অপরাধ করায় তাদের নামে মামলা হয়েছে। মামলার তদন্তকার্য শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে মাসুদুর রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া একান্ত জরুরি। সেই আবেদনের শুনানি শেষে বিচারক মাসুদুর রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের আদেশ দেন।

কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।