ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আইন ও আদালত

খানসামায় গৃহবধূকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মে ৩, ২০১৬
খানসামায় গৃহবধূকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলায় এক গৃহবধূকে উত্ত্যক্ত করায় মনোয়ার হোসেন (২২) নামে এক বখাটেকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে খানসামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর রহমান এ আদেশ দেন।

সাজার আদেশপ্রাপ্ত মনোয়ার উপজেলার জাহাঙ্গীরপুর হলদিপাড়ার মৃত বালিয়া রহমানের ছেলে।

ইউএনও মো. সাজেবুর রহমান বাংলানিউজকে বলেন, দুপুরে মনোয়ার এক গৃহবধূকে উত্ত্যক্ত করছিলেন। এসময় স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এসময় মনোয়ার অপরাধ স্বীকার করলে তাকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ০৩, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।