ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে মাদক মামলায় ৪ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, মে ১১, ২০১৬
বরিশালে মাদক মামলায় ৪ জনের কারাদণ্ড

বরিশাল: বরিশালে মাদক মামলায় ৪ জনের ৪ বছর করে কারাদণ্ড, ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ  দিয়েছেন আদালত।

বুধবার (১১ মে) বরিশাল জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম ৩ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বরিশাল নগরের রুপাতলী সোনারগাঁও টেক্সটাইল সংলগ্ন এলাকার শামসুল হক হাওলাদারের ছেলে পলাশ হাওলাদার, আসমত আলী খান সড়কের সুলতান খানের ছেলেন ওয়াসিম খান, গাউসিয়া সড়কের মৃত আক্কেল আলী হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার ও পলাতক অপর আসামি মদিনা মসজিদ সংলগ্ন এলাকার খালেক বেপারীর ছেলে সোহেল রানা।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩০ মার্চ র‌্যাবের একটি দল সাগরদি এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে ৫২ পিস ইয়াবাসহ আটক করে।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি আলী হায়দার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

থানার ওসি (তদন্ত) একে এম মতিয়ার রহমান একই বছরের ৩০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মে ১১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।