ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খাদেম হত্যা মামলার চার্জশিটে আসামি ১৪ জঙ্গি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
খাদেম হত্যা মামলার চার্জশিটে আসামি ১৪ জঙ্গি

রংপুর: রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় ১৪ জেএমবি সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

সোমবার (১১ জুলাই) রংপুর জেলার পাবলিক প্রসিকিউটর আব্দুল মালেক বাংলানিউজকে জানান, চার্জশিটভুক্ত আসামিরা সবাই জেএমবির সক্রিয় সদস্য।

তাদের মধ্যে ৮ জন জাপানের নাগরিক কুনিও হোশি হত্যা মামলারও চার্জশিটভুক্ত আসামি।

রোববার (১০ জুলাই) রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসতাক আহমেদের আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুন মিয়া।

মামুন মিয়া বাংলানিউজকে জানান, দীর্ঘ আট মাসের তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে।

আসামিরা হলেন- মাসুদ রানা, ইসহাক, লিটন মিয়া, আবু সায়্যিদ, সাদ্দাম হাসেন, নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন, সারওয়ার হোসেন, সাদাত হোসেন, তৌফিকুল ইসলাম, চান্দু মিয়া, রজিবুল ইসলাম, বাবুল মাস্টার ও জাহাঙ্গীর হোসেন। তাদের মধ্যে প্রথম আটজন কুনিও হোশি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।

আসামিদের মধ্যে সাতজন গ্রেফতার রয়েছেন। তারা হলেন মাসুদ রানা, ইসহাক, লিটন মিয়া, সারওয়ার হোসেন, সাদাত হোসেন, তৌফকুল ইসলাম ও আবু সায়্যিদ।

গত বছরের ১১ নভেম্বর রাত ১১টায় কাউনিয়ার স্থানীয় একটি বাজার থেকে বাড়ি ফেরার পথে চৈতার মোড় এলাকায় দুর্বৃত্তরা মাজারের খাদেম রহমত আলীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।

গত বছরের ৩ অক্টোবর সকালে কাউনিয়ার কাচু আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক কুনিও হোশি।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।