ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

লক্ষ্মীপুরে নির্মাণাধীন আইনজীবীদের ভবন অপসারণের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
লক্ষ্মীপুরে নির্মাণাধীন আইনজীবীদের ভবন অপসারণের নির্দেশ

ঢাকা: লক্ষ্মীপুর জেলা জজ আদালতের জায়গায় নির্মাণাধীন আইনজীবীদের ভবন দুই সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
 
লক্ষ্মীপুরের জেলা প্রশাসককে এ ভবন অপসারণ করে সুপ্রিম কোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এছাড়া  ভবন অপসারণে প্রয়োজনীয় সহযোগিতা করবেন লক্ষীপুরের পুলিশ সুপার।
   
সোমবার (২৫ জুলাই) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
 
পরে মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ‘লক্ষ্মীপুর জেলা জজ আদালতের জায়গায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিসহ বেশ কয়েকজন আইনজীবী অবৈধভাবে একটি ভবন নির্মাণ করছেন। চলতি বছরের শুরুতে লক্ষীপুর সফরে যাওয়ার পর প্রধান বিচারপতি, বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এ নিয়ে আইনজীবীদের সঙ্গে বৈঠকও করেছেন। ওই সময় এ ভবন নির্মাণ কাজ থেকে বিরত থাকতে বলেছেন। কিন্তু তারপরও নির্মাণ কাজ অব্যাহত থাকায় সুপ্রিম কোর্টের এক কর্মচারী রিট করেন’।
 
‘এ রিটের শুনানি শেষে হাইকোর্ট ভবনটিকে অবৈধ বলে রায় দেন। তবে ভবনটি যেকোনো কাজে ব্যবহার করার কথা বলেন। এরপর হাইকোর্টের এ রায়ের বিষয়ে লিভ টু আপিল করি। শুনানির এক পর‌্যায়ে দুই সপ্তাহের মধ্যে ভবনটি ভাঙতে বলেছেন আপিল বিভাগ। এবং ভেঙে এ বিষয়ে জেলা প্রশাসক আদালতে প্রতিবেদন দাখিল করবেন’।

আগামী ১৪ আগস্ট পরবর্তী আদেশের জন্য মামলাটি কার্যতালিকায় থাকবে বলেও জানান মনজিল মোরসেদ।  

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।