ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নোয়াখালীর চারজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৮ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
নোয়াখালীর  চারজনের  বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৮ সেপ্টেম্বর

ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নোয়াখালীর সুধারামপুরের চার আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন শেষ হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।



আসামিরা হলেন- আমির আহম্মেদ ওরফে আমির আলী, আব্দুল কুদ্দুস, মো. জয়নাল আবদীন ও পলাতক আবুল কালাম।

রোববার (০৭ আগস্ট) রাষ্ট্রপক্ষে সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট এম. মাসুদ রানা।

পরে আগামী ২৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন বিচারপতি  আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।

গত ২০ জুন ৪ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন ট্রাইব্যুনাল।

আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে নোয়াখালীর সুধারামপুরে ১১১ জনকে হত্যা-গণহত্যার তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারি পরোয়ানা জারির পরই চারজনের মধ্যে আমির আহম্মেদ ওরফে রাজাকার আমির আলী, জয়নাল আবদিন ও আব্দুল কুদ্দুসকে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয়।

২০১৪ সালের ১৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গত বছরের ৩০ আগস্ট শেষ হয়।

গত বছরের ৩১ আগস্ট তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করেন তদন্ত সংস্থা। এর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) তৈরি করে দাখিল করেন প্রসিকিউশন।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
টিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।