ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হিযবুত তাহরীর প্রধান সমন্বয়কসহ ৬ জনের বিচার শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
হিযবুত তাহরীর প্রধান সমন্বয়কসহ ৬ জনের বিচার শুরু

ঢাকা: নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমদসহ ৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় চার্জ গঠন করেছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা শুনানি শেষে এ চার্জ গঠন করেন।

আগামী ২৪ অক্টোবর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

এর মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামিদের আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

২০১০ সালের ১৯ এপ্রিল গ্রিন রোডের একটি বাসা থেকে মহিউদ্দিনকে গ্রেপ্তার করে শেরে-বাংলা নগর থানা পুলিশ।

মামলার অন্য আসামিরা হলেন- সাইদুর রহমান ওরফে রাজীব, কাজী মোরশেদুল হক ওরফে প্লাবন, এম এ ইউসুফ, তানভীর আহমেদ ও তোহিদুল আলম চঞ্চল। আসামি তোহিদুল আলম পলাতক, বাকিরা জামিনে রয়েছেন।

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার।

২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।