ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

জামিনে মুক্ত রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
জামিনে মুক্ত রিজভী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: উচ্চ আদালতের জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৯ অক্টোবর) বিকেল পাঁচটায় কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্ত হন তিনি।

কারাগারের জেলার নাশির আহমেদ জানান, সকালে রুহুল কবীর রিজভীর জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই শেষে বিকেল ৫টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

এ সময় কারাফটকে ছিলেন রুহুল কবীর রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সরাফত আলী, যুবদলের কেন্দ্রীয় নেতা শাহনেওয়াজসহ স্থানীয় নেতাকর্মীরা। তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান রিজভীকে।

নাশকতার ছয় মামলায় গত ১৮ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন রিজভী। তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তারপর থেকে কাশিমপুর কারাগারে আটক ছিলেন তিনি।

পরে জামিনের আবেদন জানালে গত ৭ সেপ্টেম্বর ৫ মামলা এবং ১৩ অক্টোবর বাকি এক মামলায় রিজভীকে জামিন দেন হাইকোর্ট।

পরে ওই ছয় মামলায় জামিনের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিলেন রাষ্ট্রপক্ষ। তবে এ আবেদনে সর্বোচ্চ আদালত কোনো আদেশ না দেওয়ায় রিজভীর জামিন বহাল থাকে। ফলে তার কারামুক্তিতে সব বাধা দূর হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
আরএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।