ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

শ্যামা পূজার দীপাবলী প্রজ্বলনে প্রধান বিচারপতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
শ্যামা পূজার দীপাবলী প্রজ্বলনে প্রধান বিচারপতি

ঢাকা: ঢাকেশ্বরী মন্দিরে শ্যামাপূজা উপলক্ষে শুভ দীপাবলী প্রজ্বলন অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
 
শনিবার (২৯ অক্টোবর) রাতে ঢাকেশ্বরী মন্দিরে শ্যামাপূজা উপলক্ষে শুভ দীপাবলী সহস্র প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যও দেন তিনি।


 
অনুষ্ঠান উদ্বোধন করেন সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত।
 
এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
 
বক্তব্যে প্রধান বিচারপতি মন্দির কর্তৃপক্ষকে উদ্দেশে বলেন, আপনারা এখানে আরও কিছু সমাজকল্যাণমূলক কাজ করার উদ্যোগ নেন। একটা কম্পিউটার সেন্টার করেন, এখানে একটা ওয়েবসাইট খোলেন, আপনাদের কর্তব্য যেগুলো জনহিতকর কাজ তা তুলে ধরেন ওয়েবসাইটের মাধ্যমে। প্রতিদিন যেসব অনুষ্ঠান আপনারা করবেন সেটা তুলে ধরবেন।

বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
ইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।