ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বাগেরহাটের ১৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৬ ফেব্রুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
বাগেরহাটের ১৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৬ ফেব্রুয়ারি

মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের ১৩ জনের বিরুদ্ধে আগামী বছরের ০৬ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের ১৩ জনের বিরুদ্ধে আগামী বছরের ০৬ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
 
বুধবার (০৯ নভেম্বর) চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।


এছাড়া এই মামলায় গ্রেফতারকৃত ৪ জনকে ২০ ও ২১ নভেম্বর সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে।

গ্রেফতারকৃত চারজন হলেন- আকরাম খান (৬০), রুস্তম আলী মোল্লা (৭০), সৈয়দ মো. ওকিল উদ্দিন (৮২) ও মো. মুকবুল মোল্লা (৭৯)।

পলাতক বাকি নয় আসামি হলেন- আশ্রাব খান (৬৫), সুলতান আলী খান (৫৮), ইদ্রিস আলী মোল্লা (৬৩), মোকসেদ আলী দিদার (৮৩),  শেখ ইদ্রিস আলী (৬১), শেখ রফিকুল ইসলাম ওরফে বাবুল (৫৪), মো. মনিরুজ্জামান হাওলাদার (৬৯), মো. হাসেম আলী শেখ (৭৯) ও মো. আজাহার আলী সিকদার (৬৪)।

গত ১৬ জুলাই একই মামলার ওই ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ওইদিনই চার আসামিকে গ্রেফতার করা হয়।
 
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল এবং সাবিনা ইয়াসমিন খান মুন্নি।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।