ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সব শিশু আদালতের মামলার তথ্য চেয়েছেন সুপ্রিম কোর্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
সব শিশু আদালতের মামলার তথ্য চেয়েছেন সুপ্রিম কোর্ট

দেশের সকল শিশু আদালতে বিচারাধীন মামলা, ভিকটিম ও আসামির তথ্য সাত কার্যদিবসের মধ্যে সুপ্রিম কোর্টে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা: দেশের সকল শিশু আদালতে বিচারাধীন মামলা, ভিকটিম ও আসামির তথ্য সাত কার্যদিবসের মধ্যে সুপ্রিম কোর্টে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (বিচার) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য চাওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের সকল শিশু আদালতে বিচারাধীন মামলার ধরন, ভিকটিম ও আসামির সংখ্যা এবং মামলাগুলো কতোদিন ধরে বিচারাধীন রয়েছে সাত কার্যদিবসের মধ্যে জানাতে হবে’।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।