ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ব্লগার নিলয় হত্যার প্রতিবেদন দাখিলে সময় পেল পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
ব্লগার নিলয় হত্যার প্রতিবেদন দাখিলে সময় পেল পুলিশ

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও সময় পেল পুলিশ।  

ঢাকা: ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও সময় পেল পুলিশ।  

 

সোমবার (০৫ ডিসেম্বর) মামলাটির প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।



কিন্তু তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর শেখ মাহমুদুর রহমান আদালতে কোনো প্রতিবেদন না দেওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন টিপু প্রতিবেদন দাখিলের দিন আগামী বছরের ০৯ জানুয়ারি পুনর্নির্ধারণ করেছেন।

গত বছরের ০৭ আগস্ট রাজধানীল পূর্ব গোড়ান টেম্পোস্ট্যান্ডের কাছে ৮ নম্বর সড়কের নিজ বাসায় খুন হন নিলয়। সন্ত্রাসীরা তার গলা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ২ বছর ধরে তিনি ওই বাসাটিতে ভাড়া ছিলেন।

নিহত নিলয়ের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার চাল্লিশা গ্রামে। তার বাবার নাম তারাপদ চট্টোপাধ্যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী আশামনি রাজধানীর খিলগাঁও থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।