ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ধুনটে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
ধুনটে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন ৪ ওষুধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে অভিযান চালিয়ে লাইসেন্স বিহীন ৪ ওষুধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রাহীম এ দণ্ডাদেশ দেন।

এর মধ্যে, ব্যবসায়ী মোফাজ্জল হোসেন মুজাহিদ ফার্মেসিকে ৫ হাজার টাকা, সোহেল রানার মা ফার্মেসি ১ হাজার, জামিল উদ্দিনের রিফাত ফার্মেসি ২ হাজার টাকা ও হায়দার আলীর তানভীর ফর্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।  

বগুড়ার ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক আহসান হাবীব এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।