ঢাকা: বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারির মামলায় তাহমিনা টাওয়ার লিমিটেডের এমডি ইয়াসির আহমেদ খান ও পরিচালক কাজী রেজওয়ান মুনীর উল হককে দুর্নীতি দমন কমিশনের হাতে তুলে দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (০৭ ডিসেম্বর) তারা হাইকোর্টে জামিনের জন্য এলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন আবেদন খারিজ করে দেন।
এরপর তাদের দুদকের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই বেঞ্চের সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান।
তিনি সাংবাদিকদের বলেন, ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর এ দুই ব্যক্তিসহ ১০ জনের বিরুদ্ধে ১৭ কোটি ৫০ লাখ টাকা কেলেঙ্কারির অভিযোগে গুলশান থানায় মামলায় করে দুদক।
এ মামলায় তারা দু’জন হাইকোর্টে বুধবার আগাম জামিন নিতে আসেন। হাইকোর্ট তাদের আবেদন খারিজ করে দেন। এরপর তাদের দুদকের হাতে তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
ইএস/এসএইচ