ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আইন ও আদালত

মিয়েতা হত্যার আসামির জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
মিয়েতা হত্যার আসামির জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ

রাজধানীর উত্তরায় হিরোয়ি মিয়েতা নামে এক জাপানি নাগরিক হত্যা মামলার আসামি মারুফুল ইসলামের জামিন আবেদন কার্যতালিকা থেকে (আউট অব লিস্ট) বাদ দিয়েছেন হাইকোর্ট।

ঢাকা: রাজধানীর উত্তরায় হিরোয়ি মিয়েতা নামে এক জাপানি নাগরিক হত্যা মামলার আসামি মারুফুল ইসলামের জামিন আবেদন কার্যতালিকা থেকে (আউট অব লিস্ট) বাদ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এ আদেশ দেন।


আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মীর মো. নাসির উদ্দিন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল।

গত বছরের ১৯ নভেম্বর উত্তরা পূর্ব থানায় জাপানি দূতাবাসের এক কর্মকর্তা ওই জাপানি নারী তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন জানিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, ওই বছরের ২৯ অক্টোবর হিরোয়ি মিয়াতাকে ঢাকার একটি কবরস্থানে সমাহিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে এ মামলার পরিপ্রেক্ষিতে একই সালের ২৩ নভেম্বর সন্দেহভাজন পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- মারুফুল ইসলাম, রাশেদুল হক খান বাপ্পি, ফখরুল ইসলাম, ডা. বিমল চন্দ্র শীল ও জাহাঙ্গীর আলম।
হিরোয়ি মিয়েতা রাজধানীর উত্তরার সিটি হোমস ডরমিটরিতে থাকতেন।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
ইএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।