তারা হলেন- রাগিব আলীর মালিকানাধীন স্থানীয় একটি দৈনিকের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল হান্নান (তার ভাতিজা) ও মালনিছড়া চা-বাগানের ব্যবস্থাপক আবদুল মুনিফ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এ দু’জনের সাক্ষ্য নেন।
সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ২৬ জানুয়ারি শুনানির জন্য পরবর্তী দিন ধার্য্য করেছেন।
ভূমি মন্ত্রণালয়ের সচিবের স্বাক্ষর জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি দখলের ঘটনায় দায়ের করা দু’টি মামলা গত বছরের ১৯ জানুয়ারি পুনরুজ্জীবিত করার নির্দেশ দেন সুপ্রিমকোর্ট।
২০১৬ সালের ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল এবং ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে এদিনই রাগিব আলী ও তার ছেলে আবদুল হাই স্বপরিবারে ভারতে পালিয়ে যান।
১২ নভেম্বর দেশে ফেরার পথে জকিগঞ্জ সীমান্তে আবদুল হাই ও ২৩ নভেম্বর ভারতের করিমগঞ্জে গ্রেফতার হন রাগিব আলী। দু’টি মামলার মধ্যে স্বাক্ষর জালিয়াতি মামলায় ইতোমধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এনইউ/ওএইচ/এসএইচ