ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

ব্যক্তিগত গাড়িতে সুপ্রিম কোর্টের স্টিকার নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
ব্যক্তিগত গাড়িতে সুপ্রিম কোর্টের স্টিকার নয়

ঢাকা: ব্যক্তিগত গাড়িতে সুপ্রিম কোর্টের নাম সম্বলিত স্টিকার বা মনোগ্রাম ব্যবহার না করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
 
 

এক বিজ্ঞপ্তির মাধ্যমে সম্প্রতি এ নির্দেশনা জারি করা হয়।  

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে সুপ্রিম কোর্টের অনুমতি অমান্য করে ব্যক্তিগত গাড়িতে সুপ্রিম কোর্টের নাম সম্বলিত স্টিকার বা মনোগ্রাম ব্যবহার করা হচ্ছে।

যা কোনো মতে কাম্য নয়’।
 
‘এ অবস্থায় ব্যক্তিগত গাড়িতে সুপ্রিম কোর্টের নাম সম্বলিত স্টিকার বা মনোগ্রাম ব্যবহার না করার জন্য সংশিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হলো। ’

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭,২০১৭
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।