ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বাঙালিসহ ৭১ সাঁওতালের হাইকোর্টে জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
বাঙালিসহ ৭১ সাঁওতালের হাইকোর্টে জামিন

ঢাকা: গত বছরের ০৬ নভেম্বর সংঘর্ষের আগে পুলিশ ও চিনিকল কর্তৃপক্ষের করা ৪টি মামলায় বাঙালিসহ ৭১ সাঁওতালকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
 

আগাম জামিনের আবেদনের শুনানি শেষে রোববার (২২ জানুয়ারি) তা মঞ্জুর করেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ।

 
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু ওবায়দুর রহমান ও সামিউল আলম সরকার।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
 
গত বছরের ০৩ জুলাই গোবিন্দগঞ্জের খামার এলাকায় বাড়ি-ঘর তোলার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন চিনিকলের এমডি।
 
একই বছরের ০৭ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই আব্দুল গফুর ৩৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

খামারে থাকা দখলদারদের উচ্ছেদ করতে গেলে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে এসআই আকতারুজ্জামান ১২ জুলাই ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন।

২৪ সেপ্টেম্বর খামারে অবৈধ প্রবেশের অভিযোগ এনে ৫১ জনের বিরুদ্ধে মামলা করে চিনিকল কর্তৃপক্ষ।

সবগুলো মামলাই গোবিন্দগঞ্জ থানায় করা হয়। এসব মামলার আসমিদের মধ্যে ৭১ জনের আবেদনের প্রেক্ষিতে ০৬ সপ্তাহের আগাম জামিন দেন আদালত।  
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।