ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

শিমুল-সোহেলসহ বিএনপির ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
শিমুল-সোহেলসহ বিএনপির ১৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা: রাজধানীর খিলগাঁও থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও প্রেসসচিব মারুফ কামাল খান সোহেলসহ বিএনপির ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, বরকত উল্লাহ বুলু, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, লতিফ কমিশনার, কাইয়ুম কমিশনার, সরাফত আলী সফু প্রমুখ।

বুধবার (২৫ জানুয়ারি) মামলাটির চার্জশিট আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত এ পরোয়ানা জারি করেন।

১৭ আসামির মধ্যে ১২ জন মামলার শুরু থেকেই পলাতক। অন্য পাঁচজন জামিনে থেকেও আদালতে হাজির হননি।
 
আগামী ২৬ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদনের দিন ধার্য করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল বাংলানিউজকে জানান, ২০১৫ সালের জানুয়ারিতে খিলগাঁও থানা এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এমআই/আরআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।