ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মহানগর দায়রা আদালতের সেরেস্তাদারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
মহানগর দায়রা আদালতের সেরেস্তাদারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

ঢাকা: ঢাকা মহানগর দায়রা আদালতের সেরেস্তাদারকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সেরেস্তাদার মো. নূর আলমকে আদালত চলাকালীন পাশের কক্ষ থেকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আইনজীবীদের বাধার মুখে সেটি সম্ভব হয়নি।

অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি নিজেকে র‌্যাব-২’র ডেপুটি ডিরেক্টর (ডিডি) মাহবুব নামে পরিচয় দিয়েছেন। জানা যায়, মোহাম্মদপুর ৪২ (১) ১৫ মামলার নথি দেখার জন্য নূর আলমকে বেশ কয়েকবার বলেন। সেজন্য তিনি কিছুদিন ঘুরেছিলেনও।

অ্যাডভোকেট হেলাল বাংলানিউজকে জানান, সেরেস্তাদারের কলার ধরে টানাটানি করা হচ্ছিল। পরে তিনিসহ কয়েকজন আইনজীবী এসে ওই ব্যক্তিকে ধরেন।

পুলিশের এসি প্রসিকিউশন মিরাশ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, র‌্যাবের সিও ইফতেখার আসেন; তার সঙ্গে বৈঠক শেষে সিদ্ধান্ত হয়- মুচলেকা দিয়ে নিয়ে যাওয়ার। বিভাগী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৭/আপডেট ১৮২৬
এমআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।