ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে নির্বাচন বাতিলের আবেদন আপিলেও খারিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে নির্বাচন বাতিলের আবেদন আপিলেও খারিজ

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনের নির্বাচন বাতিলের আবেদন আপিল বিভাগেও খারিজ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আপিলকারী হেফজুল বারীর আবেদন খারিজ করে দেন।

আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৪ সালে অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে নির্বাচিত হন বর্তমান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী  আনিসুল হক।

সেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হেফজুল বারী। নির্বাচন কমিশন তথ্য গোপনের অভিযোগে তার প্রার্থিতা বাতিল করলে তিনি নির্বাচনের পর ওই আসনের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে পিটিশন দাখিল করেন।

পরবর্তী সময়ে হাইকোর্ট তার রিট আবেদন খারিজ করে দিলে হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে তিনি লিভ টু আপিল দায়ের করেন। যা আপিল বিভাগও খারিজ করে দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এমআইএইচ/ইএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।