ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

শওকত আজিজের তিন মাসের জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
শওকত আজিজের তিন মাসের জামিন

ঢাকা: পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজ রাসেলকে তিন মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেবনাথের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শওকত আজিজের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

 

হাইকোর্টের এ জামিনের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন খুরশিদ আলম খান।

প্লট বরাদ্দে অনিয়ম ও প্রভাব খাটিয়ে ২০ কাঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ০৮ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি করে দুদক। এতে রাজউকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ইকবাল উদ্দিন চৌধুরী, শওকত আজিজ এবং তার ভাই রুবেল আজিজসহ রাজউকের ছয়জন কর্মকর্তাকে আসামি করা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে ০৯ ফেব্রুয়ারি গুলশানের বাসা থেকে শওকত আজিজকে গ্রেফতার করে দুদকের একটি দল।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
ইএস/এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।