ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

শ্রম আপিল ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান আব্দুল হাই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
শ্রম আপিল ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান আব্দুল হাই মো. আব্দুল হাই

ঢাকা: শ্রম আপিল ট্রাইব্যুনালে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুল হাই।

সাবেক এ বিচারপতিকে নিয়োগ দিয়ে রোববার (১৯ মার্চ) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।

শ্রম আপিল ট্রাইব্যুনালে চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদা গত বছরের ৭ জুলাই অবসরে যাওয়ার পরে থেকে পদটি শূন্য ছিলো।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এমআইএইচ/ওএইচ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।