মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে শামীম খান (২৮), একই গ্রামের হেলাল মন্ডল (৪৯) ও ময়েন উদ্দিনের ছেলে আব্দুল হান্নান (২৯)।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে শামীম খান পলাতক রয়েছেন। বাকী দুই আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেওয়া হয়।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের এপিপি শামসুল আলম, অ্যাডভোকেট আব্দুল হামিদ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১০ সালের ২০ মার্চ বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮৫০ পিস মাদক জাতীয় ইনজেকশন, ১৭০ বোতল ফেনসিডিল, ২৫ লিটার তরল ফেনসিডিলসহ ওই ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
এ ঘটনায় বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম আলী বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১০ সালের ২১ এপ্রিল ৩জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত মঙ্গলবার বিকেলে আদালতের বিচারক এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এসএইচ