সোমবার (২৭ মার্চ) দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, র্যাব-৬ খুলনার সদস্যরা ২০১২ সালের ১ সেপ্টেম্বর খুলনা মহানগরীর দৌলতপুর থানার দেয়ানা পশ্চিমপাড়া এলাকা থেকে একটি পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ খুলনা মহানগরীর দৌলতপুর পাবলা দফাদার পাড়ার মো. শেখ জহুর ইসলামের ছেলে মো. শেখ সুমন ও গাইকুড় এলাকার মৃত আবুসেলিম খানের ছেলে নাহিদ নেওয়াজ খান খিরুকে গ্রেফতার করে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান একই বছরের ২৯ সেপ্টেম্বর দু’জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এর ভিত্তিতে আদালত সোমবার এ রায় দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
এমআরএম/এসআরএস/জেডএস