ঢাকা, বৃহস্পতিবার, ৬ আষাঢ় ১৪৩১, ২০ জুন ২০২৪, ১২ জিলহজ ১৪৪৫

আইন ও আদালত

প্রধান বিচারপতির মানহানি, মানিকের বিরুদ্ধে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
প্রধান বিচারপতির মানহানি, মানিকের বিরুদ্ধে মামলা

ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগে সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) ঢাকা মেট্রোপলিটন বারের সাবেক সভাপতি আরফানুদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেন।  

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একেএম মঈন উদ্দিন সিদ্দিকী বাদীর জবানবন্দি নিয়ে নথি পর্যালোচনা শেষে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

 

গত ১৫ মার্চ রাত ১১টায় বেসরকারি টেলিভিশন ডিবিসির নিউজ টকশো ‘রাজকাহন’ এ প্রধান বিচারপতি সম্পর্কে মানিক বলেন, ‘১৯৭১ সালে তিনি কুখ্যাত শান্তি কমিটির সদস্য ছিলেন। ’ 

এমন বক্তব্য টেলিভিশনে প্রচার হওয়ায় বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয় মামলার এজাহারে।  

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭

এমআই/আরআর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।