মামলাটি বাতিলে তার করা আবেদন খারিজ করে দিয়ে বৃহস্পতিবার (৩০ মার্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম রফিকুল হক তালুকদার রাজা।
৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় মামলাটি করে দুদক।
পরে বাবরের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। বিচারিক আদালতের ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বাবর। যে আবেদন বৃহস্পতিবার খারিজ হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
ইএস/এএসআর