ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রাঙ্গামাটিতে তথ্য প্রযুক্তি মামলায় দম্পতি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
রাঙ্গামাটিতে তথ্য প্রযুক্তি মামলায় দম্পতি কারাগারে

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে তথ্য প্রযুক্তি আইনের মামলায় নির্মল বড়ুয়া ও তার স্ত্রী জুঁই চাকমাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (০২ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের জেলাহাজতে পাঠানোর নির্দেশ দেন  চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসউদ্দিন খালেদ।

রাঙ্গামাটি দায়রা ও জজ আদালতের কোর্ট পরিদর্শক আজিজুল হক বাংলানিউজকে বলেন, আদালতের নির্দেশে এ দম্পতিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি এ দম্পতি তাদের স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালে রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলের বিরুদ্ধে বিকৃত সংবাদ পরিবেশন করেন। এ কারণে প্রেসক্লাবের সভাপতি চলতি বছরের ২ ফেব্রুয়ারি রাঙ্গামাটি কোতোয়ালি থানায় বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

এ মামলায় তারা জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠান।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।