ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

আইন ও আদালত

ধর্ষণ মামলায় ফের রিমান্ডে রুবেল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৭
ধর্ষণ মামলায় ফের রিমান্ডে রুবেল

ঢাকা: রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত রাফসান হোসেন রুবেলের ফের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (০৩ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানা পুলিশের উপ-পরিদর্শক শাহিনুর রহমান রুবেলকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন টিপু এ রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ১৫ নভেম্বর একই মামলায় রুবেলকে ছয়দিন ও ২৮ নভেম্বর একদিন রিমান্ডে নিয়েছিল পুলিশ।

মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৪ এপ্রিল দিন নির্ধারণ করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল হক।

২০১৬ সালের ২৬ অক্টোবর রাতে উত্তর বাড্ডার একটি পার্লার থেকে বাসায় ফেরার পথে গণধর্ষণের শিকার হন ওই নারী।  

এ ঘটনায় রুবেল, সালাউদ্দিনসহ চারজনকে আসামি করে ওই তরুণী নিজেই ৪ নভেম্বর বাড্ডা থানায় মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এমআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।