ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

গউছকে হজে যেতে অনুমতি দেওয়ার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
গউছকে হজে যেতে অনুমতি দেওয়ার নির্দেশ

ঢাকা: হবিগঞ্জ পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া গউছকে (জি কে গউছ) হজে যেতে তিনদিনের মধ্যে অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ বুধবার (০৫ এপ্রিল) এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

সঙ্গে ছিলেন মাসুদ রানা।

পরে মাসুদ রানা বলেন, গত মাসে হজ করতে যাওয়ার অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করেন জি কে গউছ। কোনো জবাব না পেয়ে গত ২৯ মার্চ আইনি নোটিশ দেন। কিন্তু তারও কোনো জবাব না পাওয়ায় হাইকোর্টে রিট করেন গউছ। এ রিটের শুনানি নিয়ে তিনদিনের মধ্যে গউছকে হজে যেতে অনুমতি দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত।

তাকে বিমানবন্দরে যেতে দিতে এবং বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি না করতেও স্বরাষ্ট্র সচিব ও ইমগ্রেশন বিভাগকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।