দুই আসামিকে পৃথক পৃথকভাবে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা, ২০১ ধারায় ৫ বছরের কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা এবং ৪১৫ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উজিরপুরের কালনা এলাকার মৃত লাল চান ফকিরের ছেলে সাইদুর রহমান সাঈদ ও তার স্ত্রী তানজিলা রহমান তানিয়া।
সোমবার (১০ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আবু তাহের মামলাটির এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ২০০৮ সালের ১১ আগস্ট মামলার বাদী গৌরনদীর হায়দার আলীর ছোট মেয়ে ৪ বছরের শিশু সন্তান হাফিজা নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দিনই হায়দার আলী গৌরনদী থানায় সাধারণ ডায়েরি করেন।
পরে একই বছরের ১৩ আগস্ট সকালে অজ্ঞাত ব্যক্তিরা মোবাইল ফোনে ২ লাখ টাকা মুক্তিপণ চান এবং ওই টাকা পাশের বাড়ির মাজহারুল হাওলাদারের স্ত্রী হ্যাপির কাছে দিতে বলেন।
এরপর মামলার বাদী হায়দার আলী থানা পুলিশের সহায়তায় হ্যাপির বাড়িতে তল্লাশি চালিয়ে শিশু সন্তান হাফিজার মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় ওই দিনই গৌরনদী থানায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই মিজানুল হক একই বছরের ২০ অক্টোবর সাইদুর রহমান সাঈদ-তানজিলা রহমান তানিয়া দম্পতির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালত ২১ জনের মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এমএস/এএসআর