দণ্ডপ্রাপ্ত রুহুল মুলাদী উপজেলার কাজিরচর এলাকার সোহরাব সরদারের ছেলে। তিনি জামিনে গিয়ে পলাতক।
সোমবার (১০ এপ্রিল) জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুন্যালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ফিরোজুল ইসলাম বাংলানিউজকে জানান, গত বছরের ০১ ফেব্রুয়ারি বিকেলে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিলন বিশ্বাস বরিশাল সদরের শায়েস্তাবাদ এলাকায় ১শ’ পিস ইয়াবাসহ রুহুলকে আটক করেন।
ওই দিনই থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন ডিবি’র এসআই মিলন বিশ্বাস। একই বছরের ০৪ মার্চ চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক রেজাউল করিম।
১০ জনের মধ্যে ৮ জনের সাক্ষগ্রহণ শেষে রায় দেন ট্রাইব্যুনাল।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এমএস/ওএইচ/এএসআর