ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রংপুরে শিশু হত্যার দায়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
রংপুরে শিশু হত্যার দায়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড

রংপুর: রংপুরের খলিফাপাড়া এলাকায় ১০ বছরের শিশু হিমেল হত্যার দায়ে প্রধান আসামি মারুফ হাসান মানিককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। মানিকের স্ত্রী রুনা আক্তার বৃষ্টিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজীর আদালত এ রায় দেন।

গ্রেফতারকৃত দম্পতিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাদেরকে ফের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

২০১১ সালের ১১ নভেম্বর হিমেলকে অপহরণের পর গভীর রাতে শ্বাসরোধে হত্যা করে তার মরদেহ বাড়ির ভেতরে বালুচাপা দিয়ে রাখেন মানিক ও তার স্ত্রী বৃষ্টি। পরে মোবাইল ফোনে হিমেলের বাবার কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মানিক। পরে অবস্থা বেগতিক দেখে ১৪ নভেম্বর ভোরে মানিক ও বৃষ্টি বাড়ি থেকে পালিয়ে যান। ওই দিনই বাড়ির ভেতর থেকে বালুচাপা অবস্থায় শিশু হিমেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় হিমেলের বাবা বাদী হয়ে মানিক ও তার স্ত্রী বৃষ্টিকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

ওই বছরেরই ১৫ নভেম্বর নওগাঁ থেকে ওই দম্পতিকে গ্রেফতার করে পুলিশ।

আদালত ঘটনার সময় ওই দু’জনের বয়সের কথা বিবেচনা করে মানিককে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের কারাদণ্ড এবং বৃষ্টিকে তিন বছরের কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আব্দুস সাত্তার এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট বসুনিয়া আরিফুল হক।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।