মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি এবিএম খালিদ হাসান সিদ্দিকী এ আদেশ দেন।
এ সময় তাদের কাছ থেকে একটি কুমিরের মাথার কঙ্কাল, চিতাবাঘের মাথা, ভালুক, বনরুই, হরিণ ও বনবিড়ালের চামড়া জব্দ করা হয়।
দণ্ডিতরা হলেন-মুন্সিগঞ্জ জেলার লৌগঞ্জ থানার কনকসার গ্রামের গোলজার হোসেন (৫০) ও একই গ্রামের মোহাম্মদ আলী (৫৫)। এরা দীর্ঘদিন ধরে নড়াইল আদালত চত্বরসহ বিভিন্ন এলাকায় পশুর চমড়া ও মাথা দেখিয়ে রোগব্যাধি ভালো করার নামে অপচিকিৎসা করে আসছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি এবিএম খালিদ হাসান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, এরা চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল। বন্য প্রাণী নিরাপত্তা ও সংরক্ষণ আইন-২০১২ এর ৩৭ (খ) এর ধারায় তাদের পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৭
আরএ