ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বগুড়ায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
বগুড়ায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

বগুড়া: বগুড়ার শাজাহানপুরে ধর্ষণ মামলায় আরিফুল (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক মো. আব্দুল মান্নান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আরিফুল উপজেলার সাজাপুর গ্রামের হাকিমুদ্দিনের ছেলে।

সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নরেশ মুখার্জি বিষয়টি বাংলানিউজকে জানান।

তিনি জানান, ২০১৩ সালের ৮ জানুয়ারি আরিফুল ও তার চার সহযোগী সাজাপুর এলাকার রুহুল আমিনের নবম শ্রেণি পড়ুয়া মেয়েকে অপহরণ করে। পরে তাকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই ছাত্রীর মা শাহীনুর বেগম বাদী হয়ে ১১ জানুয়ারি শাজাহানপুর থানায় আরিফসহ পাঁচজনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন।

পরে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ২০১৩ সালের ১০ এপ্রিল চারজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অপহরণের দায়ে আসামি আরিফুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। ধর্ষণের অভিযোগে একই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।

মামলার অন্য আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল মান্নান মণ্ডল।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এমবিএইচ/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।