বৃহস্পতিবার (২০ এপ্রিল) চাঞ্চল্যকর রো-জং-সিং হত্যা মামলার এ রায় ঘোষণা করেন ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার।
রায়ের বিবরণে জানা গেছে, নিহতের স্বামী পার্ক জ্যাং সিং গুলশানের আরিয়ান কোরিয়ান রেস্টুরেন্টের মালিক।
২০১১ সালের ০৯ নভেম্বর তার রেস্টুরেন্টের ডিশ ক্লিনার মানিক সরকার ধারালো ছুরি দিয়ে পার্ক জ্যাং সিং এর স্ত্রী রো-জং-সিংয়ের গলা ও ঘাড়ে ছুরিকাঘাত করেন।
মামলাটির প্রত্যক্ষদর্শী সাক্ষী বাসার গৃহকর্মী জুবেদার চিৎকারে মানিক দৌঁড়ে পালিয়ে যান।
গুরুতর আহত রো-জং-সিংকে প্রথমে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই তার স্বামী পার্ক গুলশান থানায় মামলাটি করেন।
মামলা দায়েরের পর উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে দক্ষিণ কোরিয়ায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ নভেম্বর রো মারা যান।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ট্রাইব্যুনালের অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান লিখন।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
এমআই/এএসআর