ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খাগড়াছড়িতে আইনগত সহায়তা দিবস পালন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
খাগড়াছড়িতে আইনগত সহায়তা দিবস পালন

খাগড়াছড়ি: যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়িতে আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে।

দিনটি উপলক্ষে শুক্রবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। যা খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত সভায় জেলা ও দায়রা জজ রত্নেশ্বর ভট্টাচার্য’র সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, যুগ্ম জেলা জজ মো. খোরশেদুল ইসলাম শিকদার, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান, সহকারী পুলিশ সুপার আবদুল কাদের, খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আশুতোষ চাকমা প্রমুখ।

খাগড়াছড়ি জেলায় গত এক বছরে ১৩৭টিসহ বিগত সময়ে ৬৩১টি মামলায় সরকারি খরচে আইনগত সহায়তা দেওয়া হয়েছে বলে আলোচনায় জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘল্টা, এপ্রিল ২৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।