সোমবার (১৫ মে) মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিলো। কিন্তু আদালতে কোনো প্রতিবেদন না আসায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারাফুজ্জামান আনছারী নতুন করে এ দিন ধার্য করেন।
সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের পর হত্যার পরিকল্পনার অভিযোগে ২০১৫ সালের ৪ আগস্ট পল্টন থানায় একটি জিডি করেন ডিবির পরিদর্শক ফজলুর রহমান। পরে জিডিটি মামলায় রূপান্তরিত হয়।
মামলার নথি পর্যালোচনায় দেখা যায়, জাসাসের সহ-সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ উল্লাহ মামুন, দেশ ও দেশের বাইরের ষড়যন্তকারীদের সহায়তায় জয়কে অপহরণ করা হয়।
মামলায় সন্দেহ করা হয়, একটি রাজনৈতিক দলের অর্থায়নে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র কিংবা বাংলাদেশের যে কোনো পর্যায়ের নেতার নেতৃত্বে জয়ের জীবননাশসহ যে কোনো ধরণের ক্ষতির ষড়যন্ত্র অব্যাহত আছে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এমআই/বিএস