ওই কর্মকর্তা মোকাররম হোসেনের এক আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৭ মে) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
পরে ব্যারিস্টার বাদল বলেন, বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাবেক কর্মকর্তা মোকাররম হোসেন ২০১২ সালে অবসরে যান। কিন্তু তাকে চাকরি ও অবসরের ক্ষেত্রে প্রাপ্য সুবিধাদি দেওয়া হয়নি।
এর বিরুদ্ধে মোকাররম হোসেন হাইকোর্টে রিট করেন। এ রিট মামলায় গত বছরের ১৬ নভেম্বর রায় দেন হাইকোর্ট। রায়ে তার পাওনা ছিল ৬২ লাখ টাকারও বেশি। টাকা না পাওয়ায় সে সময় হাইকোর্টে আবেদন জানান তিনি। এক মাসের মধ্যে ৩১ লাখ ৩২ হাজার ৩৫০ টাকা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।
পরে আদালতের আদেশ পালন না করায় ফের আবেদন করেন মোকাররম। সে আবেদনের শুনানি নিয়ে বন ও পরিবেশ সচিবকে তলব করেছেন হাইকোর্ট।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মে ১৭, ২০১৭
ইএস/এএসআর