মঙ্গলবার (২৩ মে) দুপুরে সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধার আদালতে অভিযোগ গঠনের (চার্জগঠন) মাধ্যমে এ মামলার কার্যক্রম শুরু হয়।
এ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফুর আলী বাংলানিউজকে বলেন, এর আগে গত ৮ মে ছয়জনকে অভিযুক্ত করে দেওয়া মামলার চার্জশিট আদালতে গৃহীত হয়।
চার্জশিটভুক্ত ছয় আসামি হলেন আবুল হোসেন (২৫), ফয়সাল আহমদ (২৭), মামুনুর রশীদ (২৫), মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী ওরফে এবি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈন (২৪), আবুল খায়ের রশীদ আহমদ (২৫) এবং সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান (৩০)।
অভিযুক্তদের মধ্যে আবুল, ফয়সাল ও হারুন পলাতক রয়েছেন বলেও নিশ্চিত করেন অ্যাডভোকেট মফুর।
২০১৫ সালের ১২ মে সকালে কর্মস্থল সুনামগঞ্জে যাওয়ার উদ্দেশে নগরীর সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার বাসা থেকে বের হন অনন্ত। বাসার অদূরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেন। পেশায় ব্যাংকার ছিলেন অনন্ত বিজয় দাশ (৩২)। এছাড়া‘যুক্তি’ নামে একটি পত্রিকা নিয়মিত সম্পাদনা করতেন। গত ১২ মে হত্যা মামলার দুই বছর পেরিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এনইউ/এএটি/আইএ